চার হাজার কর্মী ছাঁটাই করছে কোকাকোলা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ০৮:৩২

করোনা হামলায় চাহিদা কমতে থাকায় উৎপাদন ব্যয় কমাতে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক কোমল পানীয় তৈরির প্রতিষ্ঠান কোকোকোলা। এক ধাক্কায় চার হাজারের মতো কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এই সংস্থার কর্মী সংকোচন মার্কিন নির্বাচনী লড়াইয়ের অন্যতম ইস্যু হতে চলেছে। কোকোকোলার কর্মী ছাঁটাই রুখতে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্নে জর্জরিতা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। খবর সিএনএনের।

গত শুক্রবার কোকোকোলা তাদের চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। সিএনএন জানাচ্ছে, প্রথম দফায় মার্কিল যুক্তরাষ্ট্র এবং কানাডা ও পুয়ের্তোরিকো তে কর্মীরা ছাঁটাই হতে চলেছেন। প্রতিষ্ঠানটি বেশ কিছু ইউনিটও বন্ধ করে অর্ধেকে নামিয়ে আনার কথা জানিয়েছে।

এরপর ধাপে ধাপে অন্যান্য দেশেও কর্মী সংকোচন শুরু হবে। করোনার কারণে বিক্রি ও মুনাফা কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছে কোকাকোলা কর্তৃপক্ষ।

সংস্থার পক্ষে জানানো হয়েছে, যাদের ছাঁটাই করা হবে তাদের জন্য আর্থিক প্যাকেজের সুবিধা দেয়া হবে।

২০১৯ সালে কোকোকোলার মোট কর্মী ছিলেন ৮৬ হাজার ২০০ জন। এর মধ্যে ১০ হাজার ১০০ জন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত। কোক কর্তৃপক্ষ তাই প্রথম দফায় মার্কিন কর্মীদের সংকোচন শুরু করছে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :