অনলাইন ব্যবসায়ে নেমেছেন আসিফের ছেলে

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ১৩:১৫
গায়ক আসিফ আকবরের সঙ্গে তার বড় ছেলে রণ

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল শপিং মল এবং কাপড়ের দোকান। রোজার ঈদের আগে থেকে অল্প বিস্তরে সেগুলো চালু হলেও দেখা নেই ক্রেতার। করোনা আতঙ্কে অধিকাংশ মানুষই ঘরবন্দি। এ অবস্থায় জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনে কেনাকাটা। তাই এই ব্যবসার দিকেই ঝুঁকছেন অনেকে। তাদেরই দলে নাম লেখালেন জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বড় ছেলে রণ। বন্ধুদের সঙ্গে তিনিও শুরু করেছেন অনলাইন ব্যবসায়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে এই খবরটি গায়ক আসিফই জানিয়েছেন। বাংলা গানের যুবরাজের সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হল-

‘এই করোনা আমাদের জীবনে এনেছে ব্যাপক পরিবর্তন আর অনিশ্চয়তা। ভাগ্য যাদের সহায় তারা হয়তো ভালো আছে এই দূর্যোগে। যতটুকু খবর জানি সাধারণ মানুষ সংগ্রাম করেই যাচ্ছে, সংগ্রাম করেই টিকে আছে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে বাজছে বিউগলের করুন সুর। প্রচুর মিউজিশিয়ান ঢাকা ছেড়েছে। চক্ষুলজ্জ্বায় নিরুপায় সাউন্ড লাইটের টেকনিশিয়ানরা। ঋণ করে চলছে জীবনযাপন। তারপরও আবেগী মিউজিশিয়ানরা আঁকড়ে ধরে আছে সংগীত। সুদিনের অপেক্ষায় কাটছে একেকটা অসহ্য প্রহর। আমার আশেপাশেই চলছে অর্থনৈতিক টানাপোড়েনের দাবদাহ।’

‘এর মধ্যে লক্ষ্য করলাম, আমাদের অঙ্গনের কিছু মানুষ অনলাইনে নানানরকম ব্যবসা করে অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে। ফেসবুকে ঘুরে ঘুরে এগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। হাহুতাশ পার্টি না হয়ে পরিস্থিতি মোকাবেলাকারীরাই আসল যোদ্ধা। আমার কাছে কোনো কর্মই ছোট নয়। আমিও একসময় কঠোর পরিশ্রম করেছি নিজের ভাগ্যেন্নোয়নে, এখনো করি। ভুলে যাওয়া চলবে না সারা পৃথিবী এখন অনলাইনে। পত্রিকা টেলিভিশন গান সিনেমা ব্যবসা বাণিজ্য সব অনলাইনে। দ্বিধা কাটিয়ে সাহস নিয়ে সম্মুখ সমরে নামে আসল যোদ্ধা, বেকারের একমাত্র অস্ত্র সমালোচনা।’

‘আমার বড় ছেলে রণর ইঞ্জিনিয়ারিং পড়া শেষের দিকে। সে সিদ্ধান্ত নিয়ে বললে পড়াশোনা শেষে জব করবে না, হতে চায় উদ্যোক্তা। আমিতো মহাখুশী। আমার সহজ সরল সত্যবাদী ছেলে আর তার সমমনা বন্ধুরাও শুরু করছে অনলাইন ব্যবসা আর ইভেন্টের কাজ। এই নিয়ে তাদের হোমওয়ার্কও ব্যাপক। আপাতত এক্সপোর্ট কোয়ালিটি পিওর লেদার প্রোডাক্ট তারা দেশে মার্কেটিং করবে। আমার নামেও ব্র্যান্ডিং হবে তাদের পণ্য। আমিও ছেলেকে ফুল সাপোর্ট দিচ্ছি।’

‘এদের প্ল্যান ডিজাইনও চমৎকার। আমি সবসময় কাজে বিশ্বাস করি, আল্লাহর রহমতে এখনো প্রমাণ করে চলছি। আমি তাকে ব্যাকডোরে চুরি শিখানোর দায়িত্ব নেইনি। যারা সৎভাবে বাঁচতে চায় এবং নিজেদের ভবিষ্যত গড়তে চায় তাদের সাহস দিন। আর নয়তো অনেক দূরে গিয়ে সমালোচনা করুন, তাদের সফলতায় নাহলে পরে হয়তো মুখ দেখাতে পারবেন না। আপনার সমালোচনা পরিশ্রমী মেধাবীরা থোড়াই কেয়ার করে। এই দুঃসময়ে যারা টিকে থাকবে ভবিষ্যত তাদেরই’

ভালোবাসা অবিরাম...

ঢাকাটাইমস/৩১আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন হিল্লোল

ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা অলিউল হক রুমি

এই বিভাগের সব খবর

শিরোনাম :