সেক্টর কমান্ডার ওসমান চৌধুরী করোনায় আক্রান্ত

প্রকাশ | ৩১ আগস্ট ২০২০, ১৩:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ ) করোনা ইউনিটে চিকিৎসাধীন।

সোমবার ওসমান চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব।

তিনি জানান, গতকাল রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে আবু ওসমান চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়।

হারুন হাবিব জানান, আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিক তাকে বিষয়টি জানিয়েছেন।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এআর/জেবি)