টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৬:৩০ | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০, ১৬:১৬

কক্সবাজারের টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা করেছে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং সেন্টমার্টিন। গত রবিবার টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকার সাগরপাড়ার বালুরচরে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ থানার ওলিয়াবাদের সেলিস ও খোংগারপাড়ার বাসিন্দা জাবেদ।

জানা গেছে, ইয়াবা ক্রয়-বিক্রয়কালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল মাদককারবারি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের পিছু ধাওয়া করে সেলিস ও জাবেদ নামে ওই দুই কারবারিকে আটক করে। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবাগুলোসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ কোস্টগার্ড’র আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণরোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :