গোপালগঞ্জে ভূমি কার্যালয়ের দালালের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫০

গোপালগঞ্জে ভূমি কার্যালয়ের হাফিজ নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জমির নকল দলিল করা, ভুয়া খতিয়ান তৈরিসহ নানা উপায়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সকালে ভূমি কার্যালয়ে গিয়ে তাকে এ দণ্ড দিয়েছেন নির্বাহী হাকিম শেখ সালাউদ্দিন দিপু। দণ্ডপ্রাপ্ত হাফিজের বাড়ি জেলার সদর উপজেলার গোলাবাড়ি গ্রামে।

নির্বাহী হাকিম জানান, দীর্ঘদিন ধরে জমির নকল দলিল করে দেওয়া, ভুয়া খতিয়ান তৈরিসহ নানা উপায়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে মানুষকে হয়রানি করছিলেন হাফিজ। বারবার সতর্ক করার পরও তিনি শোধরাননি। তাই তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে আগেও দুইবার তিনি জেল খেটেছেন বলে জানান নির্বাহী হাকিম।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :