রাস্তার মালামাল চুরি করে বাড়ি নির্মাণের অভিযোগ

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৯ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নির্মাণাধীন একটি সড়ক থেকে ইট-ব্লক চুরি করে কিছুসংখ্যক লোক বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনিপুর গ্রামের মো. জাকির হোসেন নামে এক ব্যক্তি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে চারজনের নাম উল্লেখ করে এ ব্যাপারে একটি অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, নির্মাণাধীন সীমানা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের মনিপুর থেকে বোয়ালিয়া অংশে ব্যবহৃত ইট-ব্লক রাস্তা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু লোক। এসব ইট-ব্লক নিজেদের বাড়িতে নির্মাণের কাজে ব্যবহার করছেন তারা। অভিযোগে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মো. সেলিম মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. আমিন উদ্দিন ওরফে ছোটন ও আতকাপাড়া গ্রামের হৃদয় আহমেদ জালালের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, চুরিতে জড়িত এসব লোক মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে যুক্ত।

অভিযোগের সত্যতা যাচাইয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলামের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :