করোনায় উপ-মহাব্যবস্থাপকের মৃত্যুতে পূবালী ব্যাংক পরিবারের শোক

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০২ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০

ঢাকাটাইমস ডেস্ক

করোনায় পূবালী ব্যাংক লিমিটেড মতিঝিল কর্পোরেট শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক জাহিদুর রহমান (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) । গত ৩০ আগস্ট ভোর ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুম জাহিদুর রহমান ১৯৯৭ সালে পূবালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (শিক্ষানবিশ) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেছিলেন। তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। পূবালী ব্যাংক পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/পিএল)