আগস্টে মূল্যস্ফীতি বেড়েছে

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২০, ২০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চলতি অর্থবছরের আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ, যা গত মাসে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। এটি গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য মঙ্গলবার প্রকাশ করা হয়।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূণ্য ৮ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে আগস্টে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক শূণ্য ৫ শতাংশ, যা জুলাইতে ছিল ৫ দশমিক ২৮ শতাংশে।

গ্রামীণ সূচক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশে। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৪ দশমিক ৭০ শতাংশ যা গত মাসে ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ। সাধারণে আগস্টে মূল্যস্ফীতি হয়েছে, ৫ দশমিক ৬০ শতাংশ যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।

শহর সূচকে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক শূণ্য ৬ শতাংশ যা জুলাইতে ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ যা আগের মাসে ছিল, ৫ দশমিক ৬৮ শতাংশ। সাধারণে মূল্যস্ফীতি হয়েছে, ৫ দশমিক ৮১ শতাংশ যা জুলাইতে ছিল ৫ দশমিক ৭২ শতাংশ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/জেআর/কেএম)