অবসরপ্রাপ্তদের সুসজ্জিত গাড়িতে পৌঁছে দিলেন পুলিশ সুপার

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৫০

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর জেলা থেকে অবসরে যাওয়া সহকর্মীদের আনুষ্ঠানিকতার সঙ্গে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছেন যশোর পুলিশ সুপার আশরাফ হোসেন।

গত ২৩ আগস্ট জেলা পুলিশ যশোরের ত্রৈমাসিক কল্যাণ সভায় সিদ্ধান্ত হয়, অবসরে যাওয়া সহকর্মীদের বাড়ি যশোর বা পাশ্ববর্তী জেলায় হলে সুসজ্জিত গাড়ি করে তাদের বাড়ি পৌঁছে দেয়া হবে। আর দূরের জেলায় হলে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির টিকেট দেয়া হবে। তাদেরকে বাসস্ট্যান্ড পর্যন্ত সুসজ্জিত গাড়ি করে পৌঁছে দেয়া হবে।

তারই প্রেক্ষিতে সোমবার দুপুরে পুলিশ লাইন্সে যশোর জেলার পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশনায় প্রথমবারের মতো যশোর জেলা থেকে অবসরে যাওয়া চার কনস্টেবলকে বিদায় দেয়া হয়।

সদ্য বিদায়ী চারজন সহকর্মী বিদায়বেলা পুলিশ সুপারের এমন চমকপ্রদ আয়োজনে অত্যন্ত হাস্যোজ্জল ছিলেন এবং পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিদায়ী কনস্টেবলরা হলেন সাতক্ষীরার শেখ মশিউর রহমান, সিরাজগঞ্জের শহিদুল ইসলাম, যশোরের জিন্নাতুল জাকিয়া (কম্পিউটার অপারেটর) ও বজলুর রহমান (ওজনদার)।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/কেএম)