বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স বন্ধ ও অনেক মানুষের জীবিকা

প্রসুন রহমান
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৩

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের আউটলেটটি বন্ধ হয়ে যাওয়া মানে শুধু ৬টি সিনেমা স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া নয়। এর সাথে বন্ধ হয়ে যেতে পারে ফুডকোর্টের অনেক রেস্টুরেন্ট। অনেক মানুষের জীবিকা। বন্ধ হতে পারে সিনেমাপ্রিয় তরুণ জনগোষ্ঠীর অনেক বড় একটা অংশের সেখানে আসা-যাওয়া।

যারা একই সাথে শপিং মলের অন্যান্য অনেক পণ্যের ক্রেতাও। আখেরে সেখানে অবস্থিত কোনো ব্যবসার জন্যই হয়তো ব্যাপারটা মঙ্গলজনক হবে না। বসুন্ধরা সিটিও এত বড় ভুল করবে বলে মনে হয় না।

বসুন্ধরা সিটির এই সিনেপ্লেক্সটি নগরকেন্দ্রিক আধুনিক সিনেমা উদযাপনের সবে ধন নীলমণি। শপিংমল হিসেবে এর পরিচিতি এবং জনপ্রিয়তার পেছনেও স্টার সিনেপ্লেক্সের ভূমিকা অনেক।

কোভিড আক্রান্ত সময়ে দীর্ঘদিন বন্ধ থাকার মন্দা কাটাতে সরকারি প্রণোদনা আশা করছিল স্টার সিনেপ্লেক্স। কোনো প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানি না। আমরাও যতক্ষণ হাতের কাছে কিছু থাকে ততক্ষণ সেসবের মূল্য বুঝতে পারি না। হারিয়ে ফেললে কিছুটা বোঝা যায়।

আশা করতে চাই, বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সকে তাদের সিটি থেকে হারাতে দেবে না। হয়তো নিজেরাই সেটিকে বাঁচিয়ে রাখবেন নতুন কোনো নামে, নতুন আয়োজনে। স্টার সিনেপ্লেক্সের জন্য ভালোবাসা।

লেখক: চলচ্চিত্র নির্মাতা

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :