যশোরে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৫ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে এ ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, তাদের ল্যাবে যশোরের নতুন ১৬৮টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা মেডিকেলে নমুনা পরীক্ষায় জেলার আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষিত রিপোর্টগুলো জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে৷

জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, জেলায় শনাক্ত নতুন করোনা রোগীদের মধ্যে সদর উপজেলার ৩২, কেশবপুরের এক, ঝিকরগাছার এক, অভয়নগরের তিন ও মনিরামপুরের দুইজন৷ তাদেরসহ এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৩৩১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১ জন৷ আর মৃত্যু হয়েছে ৩৯ জনের৷

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/পিএল)