শিখা প্রকাশনী থেকে আসছে কিঙ্করের তিন বই

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৩
ছবির ডানে তরুণ লেখক কিঙ্কর আহসান

মহামারি করোনার কারণে দেশের অন্যান্য সেক্টরের মতো বিশাল ক্ষতির মুখে পড়েছে প্রকাশনা শিল্পও। তবে করোনাকালের ক্ষতি কিছুটা সামলে শিল্প-কারখানাগুলো কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরলেও এখনো মুখ থুবড়ে পড়ে রয়েছে প্রকাশনী ব্যবসা।

ঠিক এমন একটি খারাপ পরিস্থিতিতেই শিখা প্রকাশনীর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই সময়ের প্রতিভাবান লেখক কিঙ্কর আহসান। আগামী এক বছর তিনি প্রকাশনীটির সঙ্গে কাজ করবেন। এই সময়ের মধ্যে কিঙ্করের লেখা তিনটি বই প্রকাশ করবে শিখা প্রকাশনী।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শিখা প্রকাশনী ও কিঙ্করের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা টাইমসকে তথ্যটি জানিয়েছেন লেখক নিজেই।

কিঙ্কর জানান, ‘আগামী ৭ অক্টোবর শিখা প্রকাশনী থেকে ‘মকবরা’ নামে আমার একটি উপন্যাস প্রকাশিত হবে। এরপর আগামী ডিসেম্বরে প্রকাশিত হবে ‘বাঘবিধবা’ নামে একটি গল্পগ্রন্থ। এছাড়া ২০২১ সালের বইমেলায় ‘জলপরানি’ নামে আমার আরও একটি উপন্যাস প্রকাশ করবে শিখা প্রকাশনী।’

‘মকবরা’ উপন্যাসটির গল্প সম্পর্কে তরুণ এই লেখক বলেন, ‘রাজা-রানি বা সমাজের উঁচুতলার মানুষের কথাই সব বইয়ে লেখা হয়। তবে আমি আমার উপন্যাসে রাজপ্রাসাদ থেকে দূরে সামান্য কুঁড়েঘরে যে অসহায় বা সাধারণ মানুষের বাস, সেসব মানুষের জীবনগাঁথা তুলে ধরার চেষ্টা করেছি।’

কিঙ্কর আরও জানান, ‘মকবরা’ মানে হচ্ছে কবর। গোটা উপন্যাস জুড়ে থাকবে এই কবরেরই বিষাদ। বইটির মলাট মূল্য ধরা হয়েছে ২৭০ টাকা। বিভিন্ন লাইব্রেরিতে এটি পাওয়া যাবে। এছাড়া রকমারি, বুক এক্সপ্রেসসহ বিভিন্ন অনলাইন বুক শপেও বইটি পাওয়া যাবে।’

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এআর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :