করোনা ভ্যাকসিন নিয়ে চীন-ডব্লিউএইচওর সঙ্গে থাকবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও চীনের সঙ্গে করোনার ভ্যাকসিন উন্নয়ন, তৈরি এবং বণ্টনে একত্রে কাজ করবে না যুক্তরাষ্ট্র। আর এই কারণেই ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল এক্সেস (কোভেক্স) ফেসিলিটি’ পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে অনাগ্রহী দেশটি। খবর ওয়াশিংটন পোস্টের।

ট্রাম্প প্রশাসন বলছেন, ‘তারা নিজেদের মতো করে তাদের আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রদের নিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়বে। কিন্তু চীন ও ‘দুর্নীতিগ্রস্ত’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একত্রে কাজ করবে না’।

বুধবার হুয়াইট হাউজের মুখপাত্র জুদ দ্বীরি এক বিবৃতিতে এসব কথা বলেন।

ডব্লিউএইচও এবং চীনের নেতৃত্বে কোভেক্স ফেসিলিটি পরিকল্পনার আওতায় বিশ্বের প্রায় ১৭০টিরও বেশি দেশ একত্র হয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছে।

তবে যুক্তরাষ্ট্র না থাকলেও দেশটির ঐতিহ্যবাহী মিত্র জাপান, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন থাকছে এই পরিকল্পনায়। যার মূল লক্ষ্য হচ্ছে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে কম মূল্যে এই ভাইরাসের ভ্যাকসিন পৌঁছে দেয়া।

কিন্তু আমেরিকা এই পরিকল্পনার সঙ্গে একাত্মতা ঘোষণা না করায় পরিকল্পনাটি বাস্তবায়ন করতে কাঠখড় পোড়াতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

জেনেবার গ্লোবাল হেলথ সেন্টারের সহকারি পরিচালক সুরিও মুন বলেন, ‘যখন যুক্তরাষ্ট্র বলছে তারা একাধিক দেশের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না, সেটা সবার জন্য এক বড় ধাক্কা। তাই সব দেশের উচিত বিশ্ব রাজনীতিকে পেছনে রেখে এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে এক ছাতার নিচে এসে কাজ করা।’

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব স্বাস্থ্য বিভাগের অধ্যাপক লরেন্স গসটিন বলেন, ‘ভ্যাকসিন আবিষ্কারে একাকি পথ বেছে নিয়ে আমেরিকা বড় জুয়া খেলছে।’

করোনা ভাইরাস শুরুর পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প করোনাকে ‘চীনের ভাইরাস’ বলে আখ্যায়িত করে আসছেন। তার দাবি, চীনারা কৃত্রিমভাবে এই ভাইরাস উহানের গবেষণাগারে তৈরি করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে।

এছাড়া বিশ্বব্যাপী এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করেছেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/এনএইচএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :