শেরপুরে করোনায় জুতা ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী (৮০) নামে এক জুতা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের গরুহাটি এলাকার বাসিন্দা ছিলেন। আর তার ব্যবসাপ্রতিষ্ঠান স্থানীয় মধ্য বাজারে।

বুধবার বিকালে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় এ উপজেলায় এই প্রথম একজন মারা গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন রাতে বলেন, গত ২৭ আগস্ট নমুনা সংগ্রহের পর ২৯ আগস্ট আশরাফ আলী করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর থেকে তিনি গরুহাটি এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এছাড়া করোনা শনাক্ত হওয়ার আগে থেকে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। তাই তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে পরিবারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। পরে বিকাল পাঁচটার দিকে আশরাফ মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)