মির্জাপুরে খালের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জালসহ সাতরে খাল পার হওয়ার সময় পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সোহাগপুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সন্ধ্যায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোড়াই ইউপি সদস্য মো. কামরুজ্জামান। খাইরুল ইসলাম গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্র জানায়, সকাল ১১টার দিকে খাইরুল মাছ ধরার একটি জাল (ঝাকি জাল) নিয়ে সাঁতরে সোহাগপুর খালের এপার থেকে ওপারে যাওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা অনেক খোঁজাখোঁজির পরও খাইরুলের সন্ধায় করতে পারেনি। বিকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া স্থানে ২০ গজ ভাটিতে থেকে স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করে তারা।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/কেএম)