এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনী প্রধান

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনা ও বিমানবাহিনী প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত জুলাইয়ে নৌ বাহিনী প্রধানের দায়িত্ব পান এম শাহীন ইকবাল। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হন। ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন দেশে-বিদেশে।

চাকরি জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী, সুদূরপ্রসারী চিন্তাভাবনা, আন্তরিকতা ও সততার ছাপ রেখেছেন এডমিরাল এম শাহীন ইকবাল। তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো শেষে তিন বাহিনী প্রধানের সাথে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এমআর