শৌখিন ডিসির কার্যালয় ছাদে সবুজ উদ্যানের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৫ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫০

ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। তবে কিছু শৌখিন মানুষ সবুজকে ধরে রাখতে তাদের বাড়ির ছাদে গড়ে তুলছেন ছাদ বাগান। তাদের মতোই ছাদ বাগানের মাধ্যমে নিজ কার্যালয়ের ছাদে নির্মল সবুজ উদ্যান করতে চান দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলমও।

এ ইচ্ছে থেকেই গত বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফল ও ওষুধি গাছ রোপণ করেছেন শৌখিন এ প্রশাসক। মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল নির্বাহী কর্মকর্তা-কর্মচারিরা এসব গাছের চারা রোপণ করেন।

দুই হাজার বর্গফুটের এ ছাদ বাগানটিতে রোপণ করা হয়েছে, আম, ড্রাগন ফল, জাম্বুরা, কমলা, মালটা, বাতাবি লেবু, আঙ্গুর, পেয়ারা, আম, ডালিম, করমচা, তেঁতুল, মিষ্টি তেঁতুল, অড়বড়ই, পানি জাম, সাদা জাম, সফেদা, আমড়া, শরিফা মেওয়া, আতা ফলসহ অসংখ্য ফল ও ওষুধি গাছ।

জেলা প্রশাসক বলেন, ‘সময়ের সঙ্গে এই ছাদ বাগান শুধু শৌখিনতায় আবদ্ধ থাকবেনা, তা নিরাপদ ফল-মূল উৎপাদন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের অবসর কাটানোর বিনোদন কেন্দ্রে পরিণত হবে। এছাড়া এই ছাদ বাগান অনেককে ছাদ বাগান করার অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস।’

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোহম্মদ মাহফুজুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সকল নির্বাহী হাকিম, কর্মকর্তা-কর্মচারীসহ চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক শাহ্ আলম শাহী, চ্যানেল টুয়েন্টি ফোর চ্যানেলের দিনাজপুর প্রতিনিধি বিপুল কুমার সানী, দৈনিক প্রথম আলো’র দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ এবং বাংলা নিউজ টুয়েন্টি ফোর’র সাংবাদিক কুরবান আলী।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :