গাইবান্ধায় শিশু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে গলাটিপে হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর পলের ঢিপির নিচে মাটিচাপা দেয়। এ ঘটনার একদিন পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত সামির বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর মামলার চার মাস পর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিউকিটর শফিকুল ইসলাম জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৯ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ডের এই রায় দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :