মগবাজারে ছুরিকাহত অ্যাম্বুলেন্স ব্যবসায়ী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭

রাজধানীর পরিবাগে ছুরিকাঘাতে আহত মগবাজারের ব্যবসায়ী মিজানুর রহমান (ডন) মারা গেছেন। রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার টিএন্ডটি অফিসের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিতি হলে তাকে বাংলামটর পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ডনের বন্ধু মো. বাবুল মিয়া জানান, ডনের বাসা মগবাজার চেয়ারম্যান গলিতে। মগবাজারে টিএন্ডটি অফিসের পাশে হোটেলের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবসা আছে। গত পরশু টিএন্ডটি অফিসের পাশে আলমগীরের দোকানে ডনসহ কয়েকজন খাবার খায়। পরে খাবারের বিল না দিয়েই চলে যান।

রবিবার সন্ধ্যায় ডনসহ কয়েকজন টিএন্ডটি অফিস এলাকায় বসে আড্ডা দিচ্ছিল। একই এলাকার বাদশা তার ভাই কুট্টি, রিপন, মিজানসহ কয়েকজন ডনকে ধরে জানতে চায়- খাবারের বিল দেও নাই কেন? এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডনের বুকের ডান পাশে ও নাভির নিচে ছুরিকাঘাত করে কুট্টি।

এ ব্যাপারে রমনা থানার মডেল থানার উপ-পরিদর্ষক সহিদুল ইসলাম (মাসুম) বলেন, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে পরিবাগ বিটিসিএল অফিসের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন তার স্বজনরা। এই মামলায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :