বিশ্বের শীর্ষ ধনী নারী ঔপন্যাসিক ম্যাকেঞ্জি স্কট

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১১ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট বিশ্বের ধনী নারীদের তালিকার শীর্ষে জায়গা করে নিলেন। আমাজনের বেজোসের সাবেক স্ত্রী তিনি।

করোনাভাইরাস মহামারিতে লকডাউনের সময় থেকে অনলাইন বিক্রি ও হোম ডেলিভারি বেড়েছে অবিশ্বাস্যভাবে। ফলে আমাজনের শেয়ারের দামও বেড়েছে বহুগুণ। এতে স্বাভাবিকভাবেই সম্পদ বেড়েছে বেজোস ও ম্যাকেঞ্জির।

ম্যাকেঞ্জির সম্পদের মোট মূল্য ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ ধনী নারীর আসন দখল করেছেন ম্যাকেঞ্জি স্কট। এর আগে, গত বছরের এপ্রিলে বিয়ে বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি।

আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ ও টেক্স ফেয়ারনেসের বিশ্লেষণ অনুযায়ী, গত মার্চে করোনা প্রতিরোধে লকডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সম্পদ এক সঙ্গে প্রায় ৮০০ বিলিয়ন ডলার বা ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।

বর্তমানে ইকমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী। আর শীর্ষ চারের মধ্যে রয়েছেন বিল গেটস, টেসলার ইলন মাস্ক আর ফেসবুকের মার্ক জাকারবার্গ।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/আরজেড )