ইউএনওকে হত্যাচেষ্টায় সাংসদ বাদশার উদ্বেগ

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৫ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘সরকারি কাজ করতে গিয়ে পদস্থ কর্মকর্তারা অনেক সময় হুমকি-হামলার শিকার হন। তবুও তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তাই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রাতে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তা উদ্বেগজনক।’

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আইনের ফাঁক দিয়ে অনেক অপরাধী বেরিয়ে যান। এই ধরনের অপরাধীরা যেন কোনোভাবেই শাস্তি এড়িয়ে যেতে না পারে। এদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরাসরি হামলাকারীদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খুঁজে বের করতে হবে।’

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :