পঞ্চগড়ের পাঁচ ইউএনও বাসভবনে আনসার মোতায়েন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৩ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৯

পঞ্চগড়ের পাঁচ উপজেলার ইউএনওর সরকারি বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এসব বাসভবনে আনসার সদস্য মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবারের মধ্যে মোতায়েন করা হবে আনসার সদস্য।

জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্বরসহ ইউএনওদের সরকারি বাসভবনে পুলিশি টহল বৃদ্ধি করা হয়। নির্দেশনা মোতাবেক এসব ভবনে আনসার সদস্যদের মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে আনসার সদস্যদের বাছাই করা হয়েছে।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডেন্ট আশরাফুল ইসলাম বলেন, ‘নির্দেশনা মোতাবেক স্মার্ট কার্ডধারী আনসার সদস্যদের বাছাই করা হয়েছে। অস্ত্রসহ এই সদস্যদের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বাসভবনে মোতায়েন করা হবে। আশা করি, দুপুরের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করা হবে।’

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :