স্যামসাংয়ের ৫জি ফোন গ্যালাক্সি এ৪২

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

পৃথিবীতে এখনো ৫জি চালু না হলেও ৫জির দামামা বেজে গেছে। ৫জি ফোন আনতে ব্যস্ত হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় স্যামাসাং নতুন ৫জি ফোন আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ৪২ ৫জি মডেল বাজারে আনছে। 

গ্যালাক্সি এ সিরিজের এই ফোনটিতে থাকছে ৪ রিয়ার ক্যামেরা।  ৬.৬ ইঞ্চির ওলিড স্ক্রিন৷ আপাতত শুধু কালো রঙের মডেলই বাজারে আসছে৷

স্যামসাংয়ের `লাইফ আনস্টপেবল` ভার্চুয়াল ইভেন্টে ফোনটি বিক্রির ঘোষণা করা হয়েছে৷

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই ৫জি ফোন চলতি বছরের শেষের দিকে বাজারে চলে আসবে৷ ফোনটিতে থাকছে আন্ডার-স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট সেন্সর৷ 

এটি হবে দুনিয়ার সবচেয়ে কম দামি ৫জি ফোন। যার মূল্য হবে ৪৯৯.৯৯ মার্কিন ডলার।

ফোনটিতে থাকছে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ব্যাটারি৷ যদিও ফোনটির সব ফিচার এখনও অফিসিয়ালি প্রকাশ করেনি সংস্থা৷ 

এই ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে৷

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এজেড)