মাগুরায় দুই নির্বাহী হাকিমসহ আরও সাতজনের করোনা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯

মাগুরায় নতুন করে দুই নির্বাহী হাকিমসহ সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৯ জন।

মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার জেলায় নতুন শনাক্ত করোনা রোগীদের মধ্যে নির্বাহী হাকিম জামশেদুল আলম ও উজ্জল রায়সহ পৌরসভার পাঁচজন, শ্রীপুরের একজন ও মহম্মদপুরের একজন রয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৫৩ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৭৬২ জনের। বর্তমানে হোম আইসোলেশনে আছে ৯৪ জন। এ পর‌্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে নয়জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :