ভারতে পাচারকালে রাজশাহী সীমান্তে ১২৬ কেজি ইলিশ জব্দ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

ভারতে পাচার হওয়ার সময় রাজশাহী সীমান্ত থেকে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে জেলার বাঘা উপজেলার সড়কঘাট পদ্মারচর নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছেন।

শুক্রবার সকালে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আটটার দিকে বিজিবির ১ ব্যাটালিয়নের আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। চোরাকারবারিরা নৌকায় করে মাছগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন।

চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যান। পরে বিজিবি মাছ জব্দ করে আনে। এরপর শুক্রবার সকালে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো মাদ্রাসা-এতিমখানা এবং গরিব মানুষের মাঝে বিতরণ করে দেয়া হয়।

এর মধ্যে বাঘা মহিলা মাদ্রাসায় ২০টি, জামিয়া মাদানিয়া দারুল কোরআর মাদ্রাসায় ১৫টি, সরেরহাট কল্যাণী শিশু সদন এতিমখানায় ২০টি, আড়ানী কওমি মাদ্রাসায় ১৫টি, কিশোরপুর হাফিজিয়া মাদ্রায় ১৫টি এবং এলাকার দুস্থ ও গরিবদের মাঝে ২০টি মাছ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :