গফরগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে রনি মিয়া (২৫) নামে এক যুবক বাড়িতে না জানিয়ে বিয়ে করেন। পরে বউ নিয়ে বাড়ি এলে পরিবারের লোকজন তা মেনে নেয়নি। এ নিয়ে দিন-রাত ঝগড়া লেগেই থাকত।

ঝগড়ায় অতিষ্ঠ হয়ে শনিবার সকাল ১০টায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন রনি। এতে তার দুই পা বিছিন্ন হয়ে যায়। পরে গফরগাঁও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত রনি উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে পৌর শহরের জন্মেজয় রেলক্রসিং সংলগ্ন হেনা মসজিদের সামনে যাওয়ার পর পরেই রনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। কিন্তু ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লেও তার দুই পা ট্রেনের চাকায় কাটা পড়ে বিছিন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই রনি মারা যায়।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :