রিয়াদ থেকে বাংলাদেশিদের ফেরাতে ১১ সেপ্টম্বর বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবিদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৪ | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে সৌদি আরবের রিয়াদে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১১ সেপ্টম্বর একটি ফ্লাইটে কিছু বাংলাদেশি নাগরিককে দেশে ফেরাবে বিমান সংস্থাটি।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

বিমান জানায়, করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে রিয়াদে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।

এক্ষেত্রে যাত্রীদের অবশ্যই বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে বলে বার্তায় জানায় বিমান।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান www.biman-airlines.com এই ওয়েবসাইট পাওয়া যাবে।

করোনা ইস্যুতে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বিমানের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টম্বর/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :