বেনাপোলে কাঁচা মরিচের বাজারে আগুন!

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বন্দর নগরী বেনাপোল বাজারে কাঁচা মরিচের কেজি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আর শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এই কারণে কাঁচা মরিচ ছাড়া তরকারি রান্না করছেন অনেকেই।

শনিবার বেনাপোলের বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে ব্যবসায়ীদের থেকে। একইসঙ্গে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

ভ্রাম্যমাণ আদালত, জেল-জরিমানা দিয়েও কোনোভাবেই যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তবে ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বাজার করতে আসা নিম্ন আয়ের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

করোনার কারণে তাদের আয় রোজগার নেই। তারপরও পরিবারের জন্য ধার-দেনা করে বাজার করতে হচ্ছে। বাজারে এসে জিনিসপত্রের দাম শুনলে অনেকেই চিন্তায় পড়ে যান।

বাজার ঘুরে দেখা গেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩৮ টাকার কেজি মোটা চাল এখন বিক্রি হচ্ছে ৪৪ টাকায়, ৪০ টাকার কাঁচা মরিচ ২০০ টাকা, ৪০ টাকার পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ১০০ টাকা, ২০ টাকার বেগুন ৭০ টাকা, ১০ টাকার পেপে ৩০ টাকা, ২০ টাকার কাঁচকলা ৫০ টাকা, বরবটি ৪০ টাকা, কুচুর লতি ৪০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, ওল ৪৫ টাকা, আলু ৩৫টাকা, ডাটা ৩০টাকা, টমাটা ১০০টাকা, পেশাক ২০টাকা, মিষ্টি কুমড়া ৩০টাকা, বাঁধা কপি ৫০ টাকা, বেনটি ৪০টাকা, ঝিনকা ৩০টাকা, লাল শাক ৩০টাকা, লাউ পিচ ৩০টাকা, কাকলো ৩০টাকা, লেপু পিচ ৫ টাকা, আমড়া ৩০ টাকা ও মিষ্টি কুমড়া ২৫ টাকা।

সব ধরনের সবজির দাম বেড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার ব্যাপারে ব্যবসায়ী রেজোয়ান বলেন, বিশেষ করে বন্যা ও বৃষ্টির ফলে কাঁচা তরিতরকারির দামে ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া করোনার কারণে বাইরে থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম আসার কারণে চাহিদার তুলনায় দ্রব্যের মজুত কম থাকায় জিনিসের দাম বাড়ছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/কেএম)