মাগুরায় কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৭

মাগুরার মহম্মদপুর উপজেলার সদরের কাজী সালিমা মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী আকলিমা খাতুন আঁখিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শনিবার বিকালে পারনান্দুয়ালী এলাকায় মানববন্ধন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন পারনান্দুয়ালী পিএস মহিলা উন্নয়ন সংস্থা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে কলেজছাত্রী আঁখির উপর সকল হামলাকারীর অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে পারনান্দুয়ালী পিএস মহিলা উন্নয়ন সংস্থার ২০ জন নারী কর্মী অংশ নেন।

প্রসঙ্গত, আঁখি মহম্মদপুর উপজেলা সদরের কেরিনগর গ্রামের আকরাম মোল্যার মেয়ে। গত ১৫ আগস্ট সন্ধ্যায় অগ্নিদগ্ধ অবস্থায় আঁখিকে তার পরিবার উদ্ধার করে। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর মারা যান। এ ঘটনায় মেয়েটির দাদা সাতজনকে আসামি করে মহম্মদপুর থানায় ১৭ আগস্ট একটি হত্যা মামলা করে। পুলিশ এ মামলায় অভিযুক্ত সাত আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে তবে মূল অভিযুক্ত নাজমুল এখনো পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :