বেনাপোলে তিনজন অস্ত্র কারবারি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩

বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০টি গুলি ও ১৪ কেজি গাঁজাসহ তিনজন অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার বিকাল ৫টায় এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল বেনাপোলের ২ নম্বর ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্রগুলো ও অপর একটি বস্তা থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার সরবাঙ্গহুদা গ্রামের আনারুল বিশ্বাস (৩৪), আলমগীর হোসেন (৪০) ও সাজ্জুল ইসলাম (৩৫)।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে তারা অস্ত্র কারবারে জড়িত। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :