গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩০ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৯

গাজীপুরের দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে শনিবার রাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় রতনের ঝুটের গুদামে শনিবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন টিনশেডের তৈরি পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি, কালিয়াকৈর স্টেশনের দুটি ও কাশিমপুরের ডিবিএল স্টেশনের একটিসহ মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা রাত সাড়ে ১২টা পর্যন্ত ড্যাম্পিং করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেট কিংবা মশার কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :