চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তেলকুপি সীমান্তের মেইন পিলার ১৮০/৩ এস’র ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে।

রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাদশা ইসলাম (২২) শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, বাদশা তেলকুপি সীমান্তের ১৮০/৩ এস পিলারের ১০০ দূরে ভারতের গোপালনগর ক্যাম্পের দিকে প্রবেশ করে। এসময় গোপালনগর ২৪ বিএসএফের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই বাদশার মৃত্যু হয়। পরে তার লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। তবে বাদশা কেন ভারতে প্রবেশ করেছিল, তা এখনও জানা যায়নি।

লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে বিএসএফের পক্ষ থেকে দুই রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ওই কিশোরের মৃত্যু হয়। পরে তারা তার লাশ ভারতে নিয়ে যায়। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে বিজিবি’র পক্ষ থেকে সদস্য পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত হলে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :