ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের সমাপনী পর্ব

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪২

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গজনী আচিক চাদাম্বে ক্লাবের উদ্যোগে এ খেলা হয়।

২৮টি দল অংশগ্রহণে এ খেলায় ৪-১ গোলে বড় গজনী জাগতিক একাদশকে পরাজিত করে হালুয়াঘাটের রাংরাপাড়া একাদশ বিজয়ী হয়েছে।

এর আগে দুই দিনব্যাপী এ খেলার উদ্বোধন করেন শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্যাহ।

উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিরা।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/পিএল)