মসজিদে বিস্ফোরণে নিহত দু‘জন চাঁদপুরের

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯ | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় চাঁদপুরের দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শনিবার বিকাল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামালের (৩৪) মৃত্যু হয়।

নিহত মোস্তফা কামাল চাঁদপুর পৌরসভার ১২নম্বর ওয়ার্ড জিটি রোডের দক্ষিণ গণি মিজি বাড়ির আবদুল করিম মিজির বড় ছেলে।

একই ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামের মৃত মহসিনের ছেলে মাইনুউদ্দিনের (১২) মৃত্যু হয়। রবিবার সকাল পর্যন্ত এ বিস্ফোরণের ঘটনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

নিহত মোস্তফার বন্ধু আল ইমরান সরকার জানান, মোস্তফা তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তিনি নারায়ণগঞ্জের তল্লা এলাকায় টিটু স্যার নামে সকলের পরিচিত ছিলেন।

চাঁদপুরের দক্ষিণ বিষ্ণুদী বায়তুছ ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ এশা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :