রিফাত হত্যা: মিন্নিসহ ১০ আসামির যুক্তিতর্ক শেষ

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস

বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এদিকে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম ছাড়াও ঢাকা থেকে আগত আইনজীবীরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, দায়রা ও জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ১৬ সেপ্টেম্বর যুক্তি খন্ডন করবেন রাষ্ট্রপক্ষ। ওই দিনই রায়ের দিন ধার্য করবেন আদালত।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মধ্যে আটজন জামিনে রয়েছে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/কেএম)