চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৭

চাঁদপুরের হাজিগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ফারজানা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা ওই গ্রামের মালি বাড়ির মনির হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী তানজিমুল ইসলাম মামুন জানান, ফারজানাসহ আরো দুই শিশুকন্যা মালি বাড়ির সামনে একসঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে ফারজানা ডুবে যায়। এরপর তার সঙ্গীরা বাড়ি গিয়ে বিষয়টি জানায়। এ খবর শুনে ফারজানার মা ডাক-চিৎকার করতে করতে পুকুরপাড়ে আসেন। এসময় ফারজানার খোঁজে বহু লোক পুকুরে নামেন। খোঁজাখুঁজির কিছু পরে ফারজানাকে পানির নিচ থেকে তুলে আনা হয়। এর পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়াইব আহম্মেদ চিশতি জানান, মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি জানান, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :