জীববৈচিত্র্য রক্ষা কর্মীদের প্রচারণা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

চলনবিলের পরিবেশীয় স্থানসমূহ দর্শন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিলের বিভিন্ন পয়েন্টে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচারণা শুরু করেছে পরিবেশ কর্মীরা। রবিবার দিনব্যাপী পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের আয়োজনে অর্ধ শতাধিক সদস্যর একটি দল সিংড়া পেট্রেবাংলা পয়েন্ট, তিসিখালী মাজার, চলনবিল যাদুঘর, বিলসা ও কুন্দাইল ব্রিজ পরিদর্শন করেন।

এসময় চলনবিলের অতিথি পাখি, শামুক-ঝিনুক রক্ষায় মানববন্ধন কর্মসূচি ও পরিবেশ দূষণ রোধে ভ্রমণ পিপাসু মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট শরিফুল ইসলাম মুক্তা, পরিবেশ কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী নূর-ই-আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :