রাজাপুরে বিদ্যালয়ের দুর্নীতি তদন্তে দুদক

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি বেআইনিভাবে ইজারা ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম তদন্তে এরই মধ্যে দুদকের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

দুদক পরিচালক জহিরুল ইসলাম স্বাক্ষরিত ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে প্রেরিত চিঠিতে বিদ্যালয়ের সম্পত্তি বেআইনিভাবে ইজারার মাধ্যমে বেহাত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে কমিশন।

তদন্ত কর্মকর্তা রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার বলেন, ৭ সেপ্টেম্বর তদন্তের কাজ শুরু করা হবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যেই তদন্ত শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।

তদন্তের ব্যাপারে দীর্ঘ তিন মাস বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের ব্যানারে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে একটি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)