পাটুরিয়ায় ফের যানজট, দুর্ভোগ চরমে

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৫১

ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় পাটুরিয়া ঘাটে যানজট লেগেই আছে। সোমবার সকালেও এই ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রী।

ঘাট সূত্রে জানা গেছে, নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে পারাপারের অপেক্ষায় সোমবার সকালে ঘাটে আটকা পড়ে দুই শতাধিক যানবাহন।

গত শনিবার বিকাল থেকে ফেরি ঘাটে যানজটের চাপ কমতে থাকে। এক পর্যায়ে রবিবার সকালে ঘাট ফাঁকা হয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ফাঁকা থাকলেও ১২টার পর থেকে আবার ফেরি পারাপারের চাপ বাড়তে থাকে। যাত্রীবাহী বাসের চাপ কম থাকলেও পণ্যবাহী ট্রাক বৃদ্ধি পায়। ফলে ঘাট এলাকায় ট্রাকসহ দুই শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় আগের চেয়ে ঘাটে যানজট কম থাকার কথা। তবে এ নৌ-রুটের পদ্মা-যমুনা নদীতে নাব্য সঙ্কটের কারণ গত প্রায় ২৫-২৬ দিন ধরে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এতে যানবাহন কম পারাপার হওয়ায় ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ঘাটে যানজটের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্য সঙ্কটের কারণে স্বাভাবিকভাবে ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় যানবাহন কম পারাপার হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/কেআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :