বঙ্গবন্ধুকে নিয়ে রফিকুল আলমের গান

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৮

মুজিববর্ষ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কন্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম। ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’ শিরোনামের গানটি লিখেছেন তরুণ কবি ও গীতিকার শিফফাত শাহরিয়ার, সুর করেছেন শেখ মিলন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘মিউজিক স্টেশন’ থেকে গানটি প্রকাশ করা হয়েছে। গানটিতে কন্ঠ দিয়ে দারুণ উচ্ছ্বসিত রফিকুল আলম। তিনি বলেন, ‘গানটি গেয়ে জাতির জনকের প্রতি সম্মান প্রদর্শন করলাম, তাঁর কাছে আমাদের অপরিসীম ঋণের স্বীকার করা হলো হয়তো কিছুটা।’ বঙ্গবন্ধুকে নিয়ে গান করার সময় আবেগ ও শোকে কন্ঠ ভারী হয়ে আসছিল বলেও জানান তিনি।

গীতিকার শিফফাত শাহরিয়ার বলেন, গানটি সবাই পছন্দ করলে আমাদের প্রয়াস সার্থক হবে। বিষয়ের কারণে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, সম্প্রতি করোনা মহামারি নিয়ে শিফফাত শাহরিয়ারের লেখা ‘আমি কোয়ারেন্টাইনে’ শিরোনামের একটি গান প্রশংসিত হয়েছে। এছাড়া আরও কয়েকটি নতুন গান নিয়ে তিনি কাজ করছেন বলেও জানান।

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এসকেএস/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :