পুলিশ কর্মকর্তা ইফতির নতুন গান ‘যেও না’

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৮ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৬

বর্তমানে যেসব মানুষ নিজ পেশাদারিত্বের বাইরে গিয়ে নিজস্ব কর্মক্ষেত্রের ভাবমূর্তি পরিবর্তন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন, তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠছেন অনুপ্রেরণা, পুলিশ কর্মকর্তা ইফতেখায়রুল ইসলাম ইফতি তাদের মধ্যে অন্যতম।

বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকায় রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সুপরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি কবিতা আবৃত্তি এবং গানকে নিয়েছেন আত্মতৃপ্তির সঙ্গী হিসেবে।

সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে প্রকাশ পেয়েছে ইফতেখারুলের কণ্ঠের ‘যেওনা’ শিরোনামের নতুন একটি গান। এটির কথা লেখা, সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন তানজীব সরোয়ার। গানটির ভিডিওতে মডেল হয়েছেন আর জে অপু ও তৃষ্ণা। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

নতুন গান প্রসঙ্গে ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘এটি আমার তৃতীয় মৌলিক গান। মূলত সিডি চয়েসের কর্ণধার প্রিয় সোহেল ভাই জোর করে আমাকে দিয়ে গানটি করান। ছোটবেলায় অবশ্য গান শিখতাম। কিন্তু ব্যস্ততার কারণে এখন আর চর্চা নেই। তবে সেই সুপ্ত ইচ্ছাটাই এখন বিকশিত হচ্ছে। আশা করি, গানটি শুনলে সবার ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘গানের জগতে নিয়মিত না থাকলেও আবৃত্তি করি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে।। সময় সুযোগ পেলে নিজের গাওয়া গান এবং আবৃতি সেখানে আপলোড করি।’

তানজীব সরোয়ার বলেন, ‘এটি অন্য রকম এক অভিজ্ঞতা। ইফতেখায়রুল ইসলাম আমার খুব কাছের বড় ভাই। তিনি আমার সুর ও কথায় চমৎকার ভাবে ‘যেওনা’ গানটি গেয়েছেন। ভিন্ন পেশার মধ্যে থেকেও তিনি নিজের হৃদয়ে সংগীতকে লালন করে আছেন। আশা করি, গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এসকেএস/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :