ইউএনওর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জের আয়োজনে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন হয়।

কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কিশোরগঞ্জ শাখার কমান্ডার হাবিবুর রহমান হাবুল, সহকারী কমান্ডার কোফায়েত হোসেন, মুক্তিযোদ্ধা এছরারুল হক, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা গণেশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ শাখার সভাপতি ধন্নজয় প্রমুখ। এছাড়া মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবার ওপর বর্বরোচিত হামলায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/কেএম)