শেরপুর সীমান্ত থেকে বুনোহাতির মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের গারো পাহাড় থেকে একটি বুনোহাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে উপজেলার কাটাবাড়ি এলাকা থেকে ওই হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, রবিবার গভীর রাতে একটি মাদী বুনোহাতি অসুস্থ অবস্থায় কাটাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ফল ও কাঠ বাগান সংলগ্ন স্থানে মরে পড়ে থাকে। ভোরে এলাকাবাসী হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে অবহিত করে। পরে বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের নিয়ে আসে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বা’দিকে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়।

অন্যদিকে বয়স্কজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :