রেস্তোরাঁয় ঘুরে বেড়ানো চিতাবাঘের ভিডিও ভাইরাল

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১

চিতাবাঘের বাস জঙ্গলে। এরা কখনও পাহাড়ে, রাস্তায়, স্কুলে, মানুষের বাসার সামনে এসে পড়লে রক্ষা নাই। এবার চিতাবাঘের দেখা মিলল এক রেস্তোরাঁর সামনে যা কিনা সবাইকে অবাক করে দিয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিও। রেস্তোরাঁয় ক্রেতাদের আকর্ষণ করার জন্য কর্তৃপক্ষ নানানভাবে জায়গাটাকে সাজান বা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন। কিন্তু ভাইরাল হওয়া এই রেস্তোরাঁর ছবি ক্রেতাদের আকর্ষণ করবে কিনা জানা নেই, কারণ এখানে ঘুরে বেড়াতে দেখা গেল এক চিতাবাঘকে।

দক্ষিণ আফ্রিকায় এমপুমালাঙ্গা প্রদেশে সিংগিটা এবনি লজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লজের খোলামেলা রেস্তোরাঁর এ প্রান্ত দিয়ে ঢুকে ওই প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটি। এমন ভাবে হেলতে-দুলতে সে হেঁটে যাচ্ছে, যেন এটি তার স্বাভাবিক বিচরণ ক্ষেত্র।

ভিডিওটি সিংগাটা নামে এক ফেসবুক পেজে আপলোড হয়েছে। রেস্তোরাঁর উপস্থিত এক ক্রেতা চিতাবাঘটিকে দেখতে পেয়েই মোবাইলের ক্যামেরা অন করেন। তাতেই ধরা পড়ে গোটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, এক ক্রেতার খুব কাছ দিয়েই চিতাবাঘটি চলে যাচ্ছে। তবে কাউকে আক্রমণ করা তো দূরের কথা, কারও দিকে ফিরেও তাকায়নি সে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই চিতাবাঘটিকে আগেও আশপাশে ঘুরতে দেখা গিয়েছে।

ভিডিওটি দেখে নেটাগরিকরা নানান রকম মন্তব্য করেছেন। কেউ বলছেন, ক্রেতারা বেশ ভাগ্যবান, ‘এমন ঘটনার সাক্ষী থাকাতে পারলেন’। কেউ আবার এতে বিপদও দেখতে পাচ্ছেন।

দেখুন সেই ভিডিও

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/আরজেড/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :