তাড়াশে ইউএনওর নিরাপত্তায় আনসার মোতায়েন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে ও তার নিরাপত্তার জন্য চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ উপজেলায় চারজন করে আনসার সদস্য আগ্নেঅস্ত্রসহ দায়িত্ব পালন শুরু করছেন।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইয়াসমিন আরা।

ইয়াসমিন আরা জানান, অনভিপ্রেত ঘটনা ঠেকাতে এবং নির্বাহী অফিসারের নিরাপত্তার স্বার্থে তাড়াশ উপজেলায় চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ডিউটি অব্যাহত থাকবে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম জানান, গত শুক্রবার থেকে আনসার সদস্যরা আমার বাসভবনে ও আমার নিরাপত্তার জন্য ডিউটি শুরু করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :