মাদারীপুরে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পুর্ব গাছবাড়িয়া এলাকায় মাছ ধরতে যাওয়া এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম আইয়ুব আলি বেপারী (৫৫)।

তার মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আইয়ুব একই এলাকার মৃত্যু জবেদ আলি বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আইয়ুব আলি মাছ ধরার জন্য বাড়ির পাশে জলাশয় যান। এরপর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে গভীর রাতে জলাশয়ে তার লাশ পান। নিহতের পরিবারের দাবি, তাকে রাতের আধারে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/ইএস)