নীলফামারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম কারিমা বেগম (৩০)।

মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ফিকরুল ইসলাম।

পারিবারিক সূত্র জানা গেছে, দু সন্তানের জননী কারিমা বেগম সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হাতে ব্যাথা অনুভব হলে বিছানা থেকে উঠার সময় পাশে একটি সাপ দেখতে পান। এসময় হাতে সাপের কামড়ের চিহ্ন দেখতে পেয়ে চিৎকার দিলে তার স্বামীসহ বাড়ির লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে। মঙ্গলবার ভোরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/ইএস)