বাইডেনের পক্ষে বাংলাদেশি কাউন্সিলের পরিচালক আনিস আহমেদ

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৪ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করার জন্য ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ মোর্চার অধীনে গঠিত হয়েছে ‘বাংলাদেশি ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’। এই কাউন্সিলের জাতীয় পরিচালক হয়েছেন ম্যারিল্যান্ডে বসবাসরত ডেমোক্র্যাটিক পার্টিতে এশিয়ান-আমেরিকানদের প্রিয় ব্যক্তিত্ব আনিস আহমেদ। তারই সার্বিক তত্ত্বাবধানে ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বেশ কটি স্টেটের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর এবং সমন্বয়কারীর নাম করেছে ‘বাংলাদেশি ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’।

এ খবর জানিয়ে ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’র জাতীয় পরিচালক নেহা দেওয়ান এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রে দ্রুত বর্ধনশীল কমিউনিটির অন্যতম হচ্ছেন বাংলাদেশিরা। তাই, আসন্ন নির্বাচনে জো বাইডেন ও তার রানিংমেট কমলা হ্যারিসের বিজয় ত্বরান্বিত করতে তাদের ভূমিকারও গুরুত্ব রয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশির মধ্যে যারা এখনও ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি, তাদেরকে সে ব্যাপারে সহায়তা এবং আগাম ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার দায়িত্বটি যথাযথভাবে সম্পাদনের স্বার্থে আনিস আহমেদের নেতৃত্বে স্টেট কমিটিগুলো কাজ করবে।

দায়িত্ব পাওয়ার বিষয়ে আনিস আহমেদ বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত। সে অভিজ্ঞতাকে ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন-হ্যারিসের বিজয়ের কাজে লাগাবো। বাইডেন-হ্যারিসের পক্ষে প্রচারণা, তহবিল গঠন এবং কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবেন এবং অন্যদেরকে উজ্জীবিত করবেন এমন বিশিষ্টজনদের সমন্বয়ে স্টেটসমূহের সাংগঠনিক কাঠামো তৈরি করা হচ্ছে। এজন্যে সকলের আন্তরিক সহযোগিতার বিকল্প নেই।

উল্লেখ্য, ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’র সিনিয়র এডভাইজার হচ্ছেন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক। তারও সুপারভিশন থাকবে অন্য দেশগুলোর মতো বাংলাদেশিদের কার্যক্রমেও। অর্থাৎ সকলে একজোট হয়ে বাইডেনকে বিজয়ের জন্যে মাঠে থাকবেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষেই দক্ষিণ এশিয়ানরা এভাবে জোটবদ্ধ হয়ে মাঠে নামেননি। এবার কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার পরই মার্কিন রাজনীতিতে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কদর বেড়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশি ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’ এর বিভিন্ন স্টেটের পরিচালকগণের মধ্যে আছেন- ওয়াশিংটন-তাহমিনা ওয়াটসন, নিউইয়র্ক-মাফ মিসবাহ উদ্দিন, ম্যারিল্যান্ড- গোলাম মাওলা, ভার্জিনিয়া-শরাফত হোসেন বাবু, টেক্সাস-নাহিদা আল, নর্থ ক্যারলিনা-রশিদুল হাসান, নিউ জার্সি-ফারুক এ হোসেন, ফ্লোরিডা-সাঈদ হারুন, ম্যাসেচুসেটস-নাজদা আলম, জর্জিয়া-মোহাম্মদ আলী হোসেন, পেনসিলভেনিয়া-রফিকুল আমিন ভূইয়া।

স্টেট কমিটিতে ম্যারিল্যান্ডে উপ-পরিচালক হিসেবে রয়েছেন শহীদ খান চৌধুরী। সমন্বয়কারী-সেলিম এম হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ কাজী এবং কবিরুল ইসলাম। নিউইয়র্কে উপ-পরিচালক হিসেবে রয়েছেন মোর্শেদ আলম এবং প্রধান সমন্বয়কারী হলেন করিম চৌধুরী। সমন্বয়কারী হিসেবে রয়েছেন জামিলা এ উদ্দিন (নারী বিষয়ক), আহনাফ আলম (যুব বিষয়ক), ডা. মজিবর রহমান, সৈয়দ তাহমিদুল হক, অধ্যাপক মনিরুল ইসলাম, মিজানুর রহমান এবং এম চৌধুরী। নিউ জার্সির উপ-পরিচালক হচ্ছেন আতিকুর রহমান ইউসুফজাই। ফ্লোরিডার উপ-পরিচালক-মোজাহারুল ইসলাম। পেনসিলভেনিয়ায় উপ-পরিচালক-কাজী মতিউর রহমান।

বাংলাদেশি অধ্যুষিত মিশিগান, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, কানেকটিকাট প্রভৃতি স্টেটের তালিকাও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ঢাকা টাইমস/০৯সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :