তাড়াশে শিক্ষকের সঙ্গে ছাত্রীর বাল্যবিয়ে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

সিরাজগঞ্জের তাড়াশের বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুচিত্রা মাহাতোর (১৫) বাল্য বিয়ে হচ্ছে তারই শ্রেণিশিক্ষক জয়দেব মাহাতো (৩০) র সাথে।

ধূমধাম করে বিয়ের কার্ড ছাপিয়ে বুধবার সন্ধ্যায় তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। স্কুলছাত্রী সুচিত্রা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের শ্যামল মাহাতোর মেয়ে। আর বর রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের যাদব চন্দ্র মাহাতোর ছেলে জয়দেব কুমার মাহাতো। বর একই বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক।

এ বিষয়ে শিক্ষক জয়দেব কুমার মাহাতোর ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কথা না বলে ফোন কল কেটে দেন।

শিক্ষকের সঙ্গে নাবালিকা ছাত্রীর বাল্য বিয়ে প্রসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মাহাতো বলেন, করোনার কারণে বিদ্যালয় বন্ধ আছে। তাই কোন শিক্ষকের সঙ্গে ছাত্রীর বিয়ে হচ্ছে তা আমার জানা নেই।

এদিকে তাড়াশ ইউএনও মেজবাউল করিম জানান, স্কুলছাত্রীর বাল্য বিয়ে খবর পেয়েছি। আর তার বাল্য বিয়ে বন্ধ করতে তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :