মুন্সীগঞ্জে আদালতের নির্দেশে পুড়ল ৬৩৪ বস্তা কারেন্ট জাল

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল (মনোফিলামেন্ট) আদালতের নির্দেশে পোড়ানো হয়েছে। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুর হাসানের উপস্থিতিতে মিরকাদিমের নৌ-পুলিশ লাইন্স মাঠে ৬৩৪ বস্তা জাল পোড়ানো হয়।

মুন্সীগঞ্জ নৌ-পুলিশ, জেলা পুলিশ ও ডিবি পুলিশের বিভিন্ন অভিযানে মুক্তারপুরসহ পঞ্চসার ইউনিয়নের আশপাশের এলাকা থেকে ৬৩৪ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। বিভিন্ন ফ্যাক্টরি থেকে জব্দকৃত ৪৬টি মামলার আলামত হিসেবে এসব কারেন্ট জাল মুন্সীগঞ্জ জুডিশিয়াল আদালত-১ পোড়ানোর নির্দেশ দেন। এরপরই জব্দকৃত আলামত কারেন্ট জাল পোড়ানো হলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) খন্দকার ফরিদ হোসেন, নৌপুলিশ (নারায়ণগঞ্জ অঞ্চল) মিনা মাহমুদা, জেলা মৎস কর্মকর্তা সুনিল মন্ডল, সহকারী পুলিশ সুপার(নৌ) আনিসুজ্জামান, নৌপুলিশ ইনচার্জ কবির খান প্রমুখ।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/কেএম)